‘বড় ধাক্কা মমতার সরকারের!’ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ!খুশি শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ১২ এপ্রিল ২০২৫
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা আর্জি মান্যতা পেল কলকাতা হাইকোর্টে। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শান্তিরক্ষায় মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ নিতে হবে। জানিয়েছে হাইকোর্ট। রাজ্য়ের অন্য়ত্র যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তবে সেখানেও রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে।
দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী।