• 'শান্ত থাকুন, সংযত থাকুন!' মুর্শিদাবাদে হিংসা, আবেদনে আর কী লিখলেন মমতা?
    হিন্দুস্তান টাইমস | ১২ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদে একের পর এক অশান্তি। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়েছে মুর্শিদাবাদে। সুতি, ধুলিয়ানে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে এবার শান্তিরক্ষার আবেদন করলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি আবেদন করেছেন দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। তিনি সাফ জানিয়েছেন, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?

    এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন,

    সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।

    মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।

    আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?

    আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।

    কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।

    আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন।'

    দফায় দফায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এমনকী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তিনি নিজেই অভিযোগ করছেন যে আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকী তিনি নিজেই মারাত্মকভাবে আতঙ্কিত।

    এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, বাংলায় ওই বিলের খারাপ দিকগুলি প্রতিফলিত হবে না। …আমরা বার বার বলছি বিজেপির কোনও এজেন্সি সোর্স মানি প্রয়োগ করে এটা করছে কি না সেটাও দেখা হচ্ছে। সিপিএম ও কংগ্রেস এটা করছে কি না সেটা ওই এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।

    এসবের মধ্য়ে বাংলার মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছে, বাংলার মুখ্য়মন্ত্রী এই হিংসা বন্ধ করুন। যদি না পারেন গদি ছেড়ে দিন। রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাব।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)