চাকরিহারা শিক্ষকরা মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে এপ্রিল মাসের বেতন পাবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটল না। শুক্রবার চাকরিহারাদের সঙ্গে তিন ঘণ্টা দীর্ঘ বৈঠকের পরেও চাকরিহারাদের বেতন নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই শুক্রবার রাতে নিজেদের মধ্যে আলোচনা করেন চাকরিহারা প্রার্থীরা। এরপরেই আজ শনিবার থেকে শহিদ মিনারে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন তাঁরা। তাঁদের দাবি, যোগ্য ও অযোগ্যদের তালিকা এবং ২২ লক্ষ প্রার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েব সাইটে প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান চালিয়ে যাবেন।
চাকরিহারাদের বেতন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে। ফলে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি জানান, সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখা চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার এবং এসএসসি। সেই নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
তিনি আরও জানান, এ নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর মতে, এ বিষয়ে কিছু বললে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হতে পারে। মামলার আগামী শুনানির দিকেই সকলে তাকিয়ে রয়েছেন। একইসঙ্গে তিনি জানান, রিভিউ পিটিশন করা হচ্ছে। এ নিয়ে তিনি আশাবাদী। যদিও শিক্ষামন্ত্রী চাকরিহারাদের দাবিকে সমর্থন করেছেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় কিছু করার নেই বলেই তিনি স্পষ্ট জানিয়েছেন।
এদিকে, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলেও শুক্রবারের বৈঠকে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। চাকরিহারা প্রার্থীরা জানিয়েছেন, আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে ওই তালিকা প্রকাশ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। সরকারের এই আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন চাকরিহারাদের একাংশ।
তা সত্ত্বেও তাঁরা নিশ্চিন্ত হতে পারছেন না। কারণ চাকরি ফেরত নিয়ে কোনও নিশ্চয়তা তাঁরা পাচ্ছেন না। তারপরেই শুক্রবার নিজেদের মধ্যে আলোচনা করে গান্ধীমূর্তির পাদদেশে শনিবার থেকে অবস্থান নিয়ে বসার সিদ্ধান্ত নেন। সেইমতো চাকরিহারা শিক্ষক-শিক্ষা কর্মীদের একাংশ অবস্থানে বসেন। উল্লেখ্য, শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ১৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই ১৩ জন অবস্থানে বসেছেন।
তাঁদের দাবি, অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। অন্যদিকে, চাকরিহারাদের তিন জন প্রতিনিধি আগেই অনশনে বসেছেন। বৃহস্পতিবার থেকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে তাঁদের অনশন চলছে।চাকরিহারাদের বক্তব্য, আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরেও তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করবেন। অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাতে অংশগ্রহণ করবেন।