কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনে এবার চালু হচ্ছে ‘কবচ’ প্রযুক্তি, দুর্ঘটনায় দাওয়াই
হিন্দুস্তান টাইমস | ১২ এপ্রিল ২০২৫
এই ‘কবচ’ প্রযুক্তি সামনে আসে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়। তিনি এই বিশেষ প্রযুক্তি নিয়ে এসেছিলেন। আর তার জন্য টাকাও বরাদ্দ করে গিয়েছিলেন। এই দাবি খোদ বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু তা কার্যকর হয়নি বছরের পর বছর। আর তার জেরে সারা দেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বাংলাতেও তা দেখা গিয়েছে। সুতরাং বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে। এখন এই রেল নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এই আবহে এতদিন পর কলকাতা মেট্রোতে এবার কার্যকর হতে চলেছে ‘কবচ’ প্রযুক্তি। গতকাল এই ইঙ্গিত দিয়েছে রেলমন্ত্রক। কলকাতা মেট্রোর পাশাপাশি দেশের সবক শহর–শহরতলির লোকাল ট্রেনেও ‘কবচ’ প্রযুক্তি কার্যকর করতে চলেছে রেলমন্ত্রক।
এই সিদ্ধান্ত যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে গোটা দেশে রেল দুর্ঘটনা অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রযুক্তির আওতায় আসবে কলকাতা এবং শহরতলির লোকাল ট্রেন পরিষেবাও। যা কয়েক দশক আগে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল কংগ্রেসের অনেকেই বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটতে হল। বেকার এতদিন সময় নষ্ট করা হয়েছে। রেল সূত্রে খবর, শুধু দূরপাল্লার যাত্রীরাই নন, সুরক্ষা ও নিরাপত্তার আওতায় আসবে লোকাল ট্রেনের নিত্যযাত্রীরাও। বাংলা–সহ একাধিক রাজ্যে এই কাজ করতে চলেছে রেল। তবে এটা এতদিন পর করার নেপথ্য রয়েছে বিধানসভা নির্বাচন।
এই কাজ করে মানুষের মন জয় করা যাবে বলে মনে করছে মোদী সরকার। যদিও এই মুহূর্তে দূরপাল্লার সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেনে এখনও পর্যন্ত ‘কবচ’ প্রযুক্তি লাগানো সম্পূর্ণ করতে পারেনি রেল মন্ত্রক। রেল বোর্ডের তথ্য থেকে জানা যাচ্ছে, দক্ষিণ–মধ্য রেলের মাত্র দেড় হাজার কিমি অংশে ‘কবচ’ প্রযুক্তির কাজ সম্পন্ন হয়েছে। এই আবহে ‘কবচ ৫.০’ প্রযুক্তি বাস্তবায়িত করার ঘোষণা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান সব পক্ষই। বাংলায় নয়াদিল্লি–কলকাতা রেল রুটকে ‘কবচ’ সুরক্ষিত করার কাজের ক্ষেত্রে বিষয়টি ঘোষণা করেছে রেল মন্ত্রক।
এই বছরই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার পরের বছর বাংলায় বিধানসভা নির্বাচন আছে। এই পরিস্থিতিতে ’কবচ’ প্রযুক্তি নিয়ে আসা বেশ তাৎপর্যপূর্ণ। গতকাল মুম্বইয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘কবচ’ প্রযুক্তি নিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেন। তার পরই কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনকে ‘কবচ’ প্রযুক্তিতে মুড়ে দেওয়ার খবর মেলে রেল বোর্ডের তরফে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই ‘কবচ’ প্রযুক্তি কার্যকর হবে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, ‘এখন দু’টো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান তিন মিনিট রাখতেই হয়। ‘কবচ ৫.০’ প্রযুক্তি কার্যকর হলে সময়ের এই ব্যবধান অন্তত ৩০ শতাংশ কমানো সম্ভব হবে।’