• ‘কিছু অযোগ্য লোকের জন্য…’, সুপ্রিম কোর্টের রায় নিয়ে কী বললেন অভিষেক?
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • চাকরিহারা হয়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী দিশেহারা। রায় রিভিউ করার আর্জি জানাবে রাজ্য। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়েও তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘কিছু অযোগ্য লোকের জন্য আপনি ১৬-১৭ হাজার চাকরি কেড়ে নিতে পারেন না।’

    নৈহাটিতে একটি হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে অভিষেক বলেন, ‘এসএসসি-র শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্মান করছি। আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি, বিচার ব্যবস্থা এখনও মাথানত করেনি। বিচার ব্যবস্থা নিরপেক্ষ। তবে আমি মনে করি, কোনও রায় অপছন্দ হলে তার সমালোচনা করার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন মনে হচ্ছে, বিজেপি বাংলার মানুষের প্রতি যে ধারাবাহিক বিমাতৃসুলভ আচরণ করছে, তার প্রতিফলন দেখা গিয়েছে।’

    রাজ্যের একের পর এক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন অভিষেক। তাঁর ব্যাখ্যা, একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প, প্রতিটি ক্ষেত্রেই কিছু মানুষের ভুলে প্রকল্পের সমস্ত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। অভিষেক বলেন, ‘প্রায় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডার, এর মধ্যে ১০-১৫ জন ভুল করেছেন, কিন্তু ৬০ লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। আবাস যোজনার ক্ষেত্রে ১০ জন, ১৫ জন, ১০০ জন, তর্কের খাতিরে ১০০০ জন ভুল করে থাকলে তার শাস্তি সকলকে দেওয়া হচ্ছে। আপনি এক হাজারের জন্য ১৭ লক্ষ মানুষের বাড়ি আটকে রাখতে পারেন না।’ 

    এর পরেই চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘অযোগ্য কেউ থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হোক, তাঁকে শ্রীঘরে পাঠান, তাঁকে টাকা ফেরত দেওয়া করান, কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি ১৬-১৭ হাজার চাকরি কেড়ে নিতে পারেন না। আমি বিজেপির ধারাবাহিকতা দেখছি। একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও।’ 

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হলেও রাজ্য সরকারের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি চলছে। যদিও, চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। অনশন চালিয়ে যাচ্ছেন তিন জন।

  • Link to this news (এই সময়)