• অনলাইনে টাকা নিয়ে ফাঁপরে বিক্রেতা, অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার অভিযোগ
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক সময়ই জালিয়াতির স্বীকার হন সাধারণ মানুষ। এ বার জিনিস বিক্রি করে অনলাইনে টাকা নিয়ে জালিয়াতির কবলে পড়লেন এক ব্যবসায়ী। ঘটনাটি দত্তপুকুরের বামনগাছি ছোট জাগুলিয়া এলাকার। সেখানকার সার ব্যবসায়ী আজহারউদ্দিন অনলাইন প্রতারণার ফাঁদে পড়েছেন। জানা গিয়েছে, ব্যাঙ্কের তরফে তাঁর অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।

    আজহারউদ্দিন জানিয়েছেন, রবিবার দু’জন তাঁর দোকানে সার কিনতে আসেন। তাঁরা প্রায় ৪০ হাজার টাকার সার কেনেন বলে দাবি ব্যবসায়ীর। সার নেওয়ার পরে অনলাইনে ৩৯ হাজার ৫০০ টাকা পেমেন্ট করেন দুই ক্রেতা। আর সেই টাকা ঢোকার পরই তাঁর অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেছেন আজহারউদ্দিন। বিষয়টা বুঝতে না পেরে এর পরে সেই সার ব্যবসায়ী ব্যাঙ্কের দারস্থ হন। সেখান থেকে তিনি জানতে পারেন ওই দুই ক্রেতা তাঁর বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগ করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ আজহারউদ্দিনের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছেন।

    হঠাৎ করে তাঁর এ ভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন ওই ব্যবসায়ী। আজহারউদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমি না কি তাঁর কাছ থেকে জালিয়াতি করে টাকা নিয়েছি। অথচ তিনি যে আমায় টাকা দিয়েছেন সেই প্রমাণ আছে আমার কাছে। আমি অনলাইনে টাকা নেওয়ার পরই ওনাকে সার দিয়েছি। আমি ওই টাকা পাওয়ার পর সেটা ব্যবহারও করেছি। ঘটনাটি ঘটার পর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু আমি টাকা ব্যবহার করতে পারছি না।’

    বিষয়টি নিয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজহারউদ্দিন। বারাসাত থানাতেও তিনি ফের অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। তবে ব্যাঙ্কের তরফে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। এ দিকে দত্তপুকুরের ব্যবসায়ী মহলের প্রশ্ন, একজন গ্রাহকের অভিযোগ খতিয়ে না দেখে কী করে ব্যঙ্ক এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নিল?

  • Link to this news (এই সময়)