• মুর্শিদাবাদের অশান্তিতে ৩ জনের মৃত্যু, থমথমে এলাকা
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং সুতি। অশান্তির জেরে শুক্রের পর শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে একাধিক জায়গা। শনিবার সেখানে চলে গুলিও। গুলিবিদ্ধ হয় এক কিশোর। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এ দিন বিকেলে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি সুতিতে। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, মুর্শিদাবাদের অশান্তিতে তিনজনের মৃত্যু হয়েছে।

    শনিবারও মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সূত্রের খবর এমনটাই। মুর্শিদাবাদ নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তিনি শনিবার ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কড়া পদক্ষেপ করছে বলেও জানান তিনি। কাউকে গুজবে কান না দেওয়া এবং আইন নিজের হাতে না তোলার জন্য আবেদন করেন তিনি।

    শুক্রবার ও শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত সামশেরগঞ্জ থানা এলাকা থেকে ৬৫ জন এবং সুতি থানা এলাকা থেকে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সাহায্য করছে বিএসএফও। যে সমস্ত এলাকা উত্তেজনা প্রবণ, সেখানে টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা।

    শনিবার সকালে উত্তাল হয়ে উঠেছিল ধুলিয়ান মোড়। এর জেরে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ, সেখানে চলে বোমা এবং গুলিও। টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

  • Link to this news (এই সময়)