টানা ছুটিতে দিঘায় জনসমুদ্র। সামনেই পয়লা বৈশাখ, সঙ্গে আবার উইক এন্ড। সরকারি বা বেসরকারি অফিসগুলিতে টানা ছুটি। এই উৎসবের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। হোটেলগুলোতেও জন সমাগম চোখে পড়ার মতো।
জানা গিয়েছে, টানা এই ছুটিতে কার্যত ভিড়ে ঠাসা অবস্থা দিঘার। প্রায় প্রতি বছরই নববর্ষে দিঘায় ভিড় থাকে চোখে পড়ার মতো। এ বারেও তার ব্যতিক্রম নয়। কলকাতা–সহ বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসুরা ভিড় জমিয়েছেন দিঘায়। হোটেলগুলিতে এখন তিল ধারণেরও জায়গা নেই। সব রুমও প্রায় আগে থেকেই বুকিং হয়ে গিয়েছে। ফলে হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি।
কলকাতা সোনাপুর থেকে আগত এক পর্যটক কালাম লস্কর বলেন, ‘দিঘা আমাদের খুব টানে। তাই যখনই ইচ্ছে হয় চলে আসি। আগের থেকে দিঘা এখন খুব সুন্দর ভাবে সেজে উঠেছে। ফলে এখন রয়েছে বেশ কিছু নতুন আকর্ষণ।’
বর্তমানে সমুদ্র সৈকতের পাশাপাশি দিঘায় রয়েছে বেশ কিছু নতুন আকর্ষণ। ঢেউ সাগর পার্ক, জায়ান্ট সুইং, জিপ বাইক, জিপ লাইন, ফ্লোটিং সাইকেল, প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে ইত্যাদি। পাশাপাশি, আগামী ৩০ এপ্রিল দিঘায় রয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তারও প্রস্তুতি চলছে জোর কদমে। সব মিলিয়ে এখন সাজো সাজো রব দিঘায়।