নিকাশিনালার কাজ নিয়ে বিবাদ। তার জেরে প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানার বারগ্রাম গ্রামপঞ্চায়েতের গড়চুমুকে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌতম বেরা (৩৫)। বাসুদেব মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গৌতম বেরা টোটো চালাতেন। তাঁর প্রতিবেশী বাসুদেব মণ্ডলের সঙ্গে তাঁর নিকাশি নালার কাজ নিয়ে বেশ কয়েক দিন ধরে বিবাদ চলছিল। শনিবার সকালেও ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় বাসুদেব মদ্যপ অবস্থায় গৌতম বেরার স্ত্রীকে গালিগালাজ করেন। গৌতম বেরা সেই সময় বাড়ি ছিলেন না।
অভিযোগ, দুপুরে গৌতম বাড়িতে এলে তাঁকেও নানা কথা শোনান। শুরু হয় বচসা। সেই সময়ই বাসুদেব ঘর থেকে ছুরি এনে গৌতমকে আঘাত করেন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় গৌতম বেরাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে গৌতমের পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বারগ্রাম গ্রামপঞ্চায়েতের সদস্য রামানন্দ সরকার জানান, বাসুদেব এর আগেও মদ্যপ অবস্থায় একাধিক বার ঝামেলা করেছেন। পঞ্চায়েতের তরফে সে ঝামেলা বহু বার মেটানোও হয়েছে। শনিবার সকালেও সেই রকম ঝামেলার সময় বাসুদেব গৌতম বেরাকে ছুরি দিয়ে গলায় কোপ মারেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।