• ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ৩৩ বস্তা সিমেন্ট, নিউ ব্যারাকপুরে পুলিশের হাতে গ্রেপ্তার ৩
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • ২৪ ঘণ্টার মধ্যে ৩৩ বস্তা সিমেন্ট উদ্ধার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ঘটনাটি নিউ ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্থানীয় একটি নির্মীয়মাণ বহুতলের গোডাউন থেকে সিমেন্ট চুরির অভিযোগ ওঠে। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরই শুরু হয় খোঁজ।

    কালীবাড়ি রোডের সেকেন্ড লেনে একটি বহুতল তৈরি হচ্ছে। অভিযোগ, সেখানেই মজুত ছিল সিমেন্টের বস্তা। বিকেলে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্মীয়মাণ বহুতলের কর্মীরা। সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় তদন্ত।

    সেই সিসিটিভি ফুটেজে একটি ছোট গাড়িকে নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে সিমেন্ট ভর্তি গাড়ি নিয়ে বেরোতে দেখা যায়। গাড়িটি মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, সেই ফুটেজ দেখে গাড়ির নম্বর উদ্ধার করে পুলিশ।

    গাড়ির চালক সুমঙ্গল বিশ্বাসকে আটক করা হয়। এর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় অশোকনগরের এক ব্যবসায়ী অল্প দামে সেই চোরাই সিমেন্ট কিনেছেন। সূত্রের খবর, সেই ব্যক্তি চোরাই সিমেন্ট বিক্রির কাজ করেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ব্যারাকপুর সিমেন্ট চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গাড়ির ড্রাইভার সুমঙ্গল বিশ্বাস ছাড়া বাকি দু’জন অভিযুক্ত হলেন হাবড়া অশোকনগরের সুজিত দাস (৫৩) ও শম্ভু দাস (৪৯)। জানা গিয়েছে, শনিবার দুপুরে গাড়ির চালক-সহ দু’জন অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। পুলিশ ইতিমধ্যেই সমস্ত চুরি যাওয়া সিমেন্ট উদ্ধার করেছে।

    সেখানকার একজন সুপারভাইজার বলেন, ‘শুক্রবার সকালে সিমেন্ট চুরি হয়েছিল। আমরা পাশের বাড়ি থেকে একটা সিসিটিভি ফুটেজ পাই। সেই সিসিটিভি ফুটেজ আমরা নিউ ব্যারাকপুর থানায় দিয়েছিলাম। সেটা দেখে পুলিশ দ্রুত সিমেন্টের বস্তাগুলো উদ্ধার করেছে। পুলিশের এই ভূমিকায় আমরা খুশি। থানার সব অফিসারকে আমি ধন্যবাদ জানাই।’

  • Link to this news (এই সময়)