জেসিবি লাগিয়ে বেআইনি মাটি পাচার, রুখে দিল প্রশাসন, আটক ১
আজকাল | ১৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি লাগিয়ে মাটি পাচার করা হচ্ছিল। কড়া পদক্ষেপ করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে মাটি পাচার। ঘটনাস্থল থেকে পাকড়াও একজন। মাটি বোঝাই একটি লরিও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার নগরথুবা রাজবাড়ি বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার রাজবাড়ি বাজার এলাকায় দীর্ঘদিনের প্রাচীন একটি পুকুর রয়েছে। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ওই পুকুর থেকে সম্প্রতি সংস্কারের নামে জেসিবি লাগিয়ে মাটি তুলে তা বাইরে পাচার করা হচ্ছিল। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো চলছিল। শনিবার সকালে বাসিন্দারা বিষয়টি স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাসকে জানান। তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সামিউল আলমের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলাশাসক হাবড়া থানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর মাটিকাটার সঙ্গে জড়িতরা যে যার মতো ছুটে পালিয়ে যায়। পুকুর মালিকের ছেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। তদন্তকারী পুলিশ আধিকারিক তাঁর কাছে মাটি কাটার অনুমতিপত্র দেখতে চান। কিন্তু তাঁর কাছে কোনও অনুমতি পত্র ছিল না। পুলিশ তাঁকে পাকড়াও করে। স্থানীয় কাউন্সিলর সঞ্জয়কুমার দাস বলেন, 'স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরে আমার কাছে অভিযোগ করেছিলেন। বিষয়টি আমি পুর প্রধানকে জানানোর সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসককে জানিয়েছিলাম।
এরপরেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে বলেছি, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কোনওভাবে মাটি পাচার চলবে না। পুকুর সংস্কার করতে হলে নির্দিষ্ট অনুমতি নিয়ে তা করতে হবে।' হাবড়া ব্লক-০১ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মৃণালকান্তি দাস বলেন, 'অনুমতি ছাড়াই পুকুরের মাটি কাটা হচ্ছিল। সেই মাটি অন্যত্র সরানোও হয়েছে। সরকারকে কোনও রয়্যালটি দেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।'