• 'ধর্মের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা...', মুর্শিদাবাদ-হিংসায় বিরোধীদের নিশানা অভিষেকের
    আজ তক | ১৩ এপ্রিল ২০২৫
  • ওয়াকফের বিরোধিতায় জ্বলছে মুর্শিদাবাদ। অশান্ত জঙ্গিপুর, জলঙ্গি, সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জ সহ একাধিক এলাকা। কুপিয়ে খুন হয়েছেন বাবা-ছেলে। মৃত আরও এক। এরই মধ্যে বাংলাকে অশান্ত করার পিছনে বিরোধী চক্রান্তকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    শনিবার সোদপুরের জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলায় আগুন লাগানোর পিছনে বিজেপিকেই দায়ী করলেন অভিষেক। বলেন, "বাংলায় কেউ কেউ আগুন লাগানোর চেষ্টা করছে। উন্নয়নের প্রশ্নে আমাদের রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে, এখন অনেকেই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সকলকে অনুরোধ করব, বাংলা কৃষ্টি, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।"

    মুর্শিদাবাদ ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দেন।  বলেন, "সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান,  রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন বলেন।....."

    তিনি আরও লেখেন, "মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?"

    শনিবারও সকাল থেকে সেই অশান্তি অব্যাহত। এই পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে শান্তির বার্তা দেন অভিষেকও। 
  • Link to this news (আজ তক)