• 'অযোগ্য লোক শ্রীঘরে যাক! বাকিদের চাকরি আপনি কেড়ে নিতে পারেন না...'
    ২৪ ঘন্টা | ১৩ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই একটি প্রশ্ম ঘুরপাক খাচ্ছিল, আদালতের রায়ের পর ২৬০০০ চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ। তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই এই নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু এতদিন অভিষেকের নীরবতা সকলকে অবাক করেছিল। অবশেষে আজ সে নীরবতায় জল ঢাললেন তিনি নিজেই। 

    খড়দহের এক সভায় শনিবার তৃণমূলের সর্বসাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন- 'সুপ্রিম কোর্টকে সম্মান করি, মর্যাদা জানাই। বিশ্বাস করি সুপ্রিম কোর্ট মাথা নত করেনি। বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোন রায় পছন্দ না হলে জাজমেন্টকে ক্রিটিসাইজ করার অধিকার আইনেই রয়েছে।

    ভারতীয় জনতা পার্টির, রাজ্যের মানুষের প্রতি বৈমাত্রিকসুলভ মানসিকতার প্রতিফলন এই রায়ে দেখতে পেয়েছি। কিছু অযোগ্য লোকের জন্য ২৬ হাজার লোকের চাকরি কেড়ে নিতে পারেন না। পাঁচজনের ভুলের শাস্তি আপনি ৫ হাজার লোককে দেবেন? ১০০০ জনের জন্য ১৭ লক্ষ মানুষকে আবাসে শাস্তি দেবেন?'

    সুপ্রিম কোর্ট বা বিচারব্যবস্থা নিরপেক্ষ মনে করি। তবে এই রায় দেখে মনে হচ্ছে বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণের প্রতিফলন দেখতে পাচ্ছি। অযোগ্য লোক চাকরি পেলে ব্যবস্থা হোক। শ্রীঘরে যাক। চাকরি যাক। তার জন্য আপনি বাকিদের চাকরি কেড়ে নিতে পারেন না। এখানে আমি বিজেপির ধারাবাহিকতা দেখছি। ৫ জনের ভুলের শাস্তি আপনি ৫০০০ জনকে দেবেন? 

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)