• বোলপুরে বিজেপি সমর্থিত ডাক কর্মীদের সম্মেলনে ধুন্ধুমার, এলাকায় বিশাল পুলিশ
    প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: বিজেপি সমর্থিত ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘের রাজ্য সম্মেলন ঘিরে রণক্ষেত্র চেহারা নিল বোলপুর। শনিবার, বোলপুরের মাড়োয়ারি ভবনে ১৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই চলল ব্যাপক হাতাহাতি, ধাক্কাধাক্কি। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি আয়ত্বে আসে।

    আজ রবিবার বোলপুরের মাড়োয়ারি ধর্মশালায় ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। কিছু সময়ের মধ্যেই হাতাহাতি, মারামারি শুরু হয়ে যায়। রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ডাক বিভাগের কর্মী মৌসুমী পাল ও প্রশান্ত কুমার মাইতি বলেন, “সম্মেলন চলাকালীনই একপক্ষ অপরপক্ষকে রীতিমতো গালিগালাজ শুরু করে। এমনকী মহিলা কর্মীদের উপরেও মারধর করা হয়। সংগঠনের অভ্যন্তরীণ সমস্যা নিয়েই অপরপক্ষ দুষ্কৃতী নিয়ে এসে মারধর শুরু করে।”

    প্রথমে স্থানীয় বাসিন্দা ও মাড়োয়ারি ধর্মশালা কর্তৃপক্ষ ওই বিবাদ মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত থাকায় শেষপর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়। বোলপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে প্রাদেশিক সম্পাদক স্বর্ণেন্দু চক্রবর্তী ও সর্বভারতীয় সম্পাদক অনন্ত পাল বলেন,” সম্মেলন চলাকালীন বিবাদ শুরু হয়। এরপরেই হঠাৎই মারধর শুরু করেন অপরপক্ষ। আমরা রীতিমতো বিভ্রান্ত। কী করে সম্মেলন শেষ হবে কিছুই বুঝতে পারছি না।” যদিও সংগঠন সূত্রে জানা যায়, ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘ মূলত বিজেপি ও তাদের শাখা সংগঠন ভারতীয় মজদুর সংঘ দ্বারা পরিচালিত। সদস্য চাঁদা থেকে সংগঠনের দুর্নীতি সামনে এসেছে বারংবার। তা থেকেই রাজ্য সম্মেলন চলাকালীন প্রশ্ন ওঠায় হাতাহাতি মারামারি রণক্ষেত্র চেহারা নেয় বিজেপি ডাক বিভাগের সংগঠন ভারতীয় ডাক কর্মচারী মহাসংঘের সদস্যদের মধ্যেই। রবিবারও সেখানে সম্মেলন চলার কথা। কিন্তু বোলপুরের মাড়োয়ারি ভবন কর্তৃপক্ষ ওই জায়গা ফাঁকা করার কথা জানিয়েছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)