হনুমান জয়ন্তীতে সম্প্রীতির ছবি কোচবিহারে, শোভাযাত্রায় পুষ্পবৃষ্টি মুসলিমদের
প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৫
বিক্রম রায়, কোচবিহার: রামনবমীতে রাজ্যের বিভিন্ন জায়গায় সম্প্রীতির ছবি দেখা গিয়েছিল। মালদহ, ভাঙড়-সহ একাধিক জায়গায় রামভক্তদের পানীয় জল ও পুষ্পবৃষ্টি দেওয়ার ঘটনা দেখা গিয়েছিল। এবার হনুমান জয়ন্তীতেও সেই একই সম্প্রীতির ছবি দেখা গেল। কোচবিহারের পুণ্ডিবাড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মিছিল বার করা হয়েছিল। সেই মিছিলের উপরেও হল পুষ্পবৃষ্টি। মিছিলে উপস্থিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হল পানীয় জলের বোতল। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
আজ শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী পালন করা হয়। বিভিন্ন জায়গায় মিছিলও বার করা হয়েছিল। কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকায় এদিন বেলায় একটি শোভাযাত্রা বার করা হয়েছিল। সেই মিছিলে কেবল হিন্দু নয়, অন্যান্য ধর্মের মানুষরাও সামিল হয়েছিলেন বলে জানানো হয়েছে। ওই মিছিলের আগাম খবর ছিল ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের কাছে। সেই মতো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও সম্প্রীতির বার্তা দিতে পথে নেমেছিলেন।
মিছিল সেখানে পৌঁছলে পুষ্পবৃষ্টি করা হয় তাঁদের উপরে। শুধু তাই নয়, পানীয় জলের বোতল দেওয়া হয় প্রত্যেককে। মিছিলে সামিল হওয়া ব্যক্তিদের অভ্যর্থনা জানানো হয়। হনুমান জয়ন্তীতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল। সব সম্প্রদায়ের মানুষ বাংলার একসঙ্গে আছে। সেই সম্প্রীতির ছবি উঠে এল। এমনই মনে করা হচ্ছে। নুরুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরার জন্যই এই পদক্ষেপ। পানীয় জল, পুষ্পবৃষ্টিতে সংবর্ধনা পেয়ে খুশি শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।
রামনবমী ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছিল। পুলিশ প্রশাসনের তরফ থেকেও কড়া নজরদারি ছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে সম্প্রীতির ছবি দেখা গিয়েছিল।