• খুন-ডাকাতি করে গা ঢাকা মুম্বইয়ে, ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার মালদার যুবক
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • খুন ও ডাকাতির মামলায় মালদার এক যুবককে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। শনিবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেপ্তার হন রবিউল মিয়া ওরফে বাবু (৩৪) নামে ওই যুবক। গত বছর তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগ দায়ের হয়েছিল।

    মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ-১ রবিউলের বিরুদ্ধে তথ্য পায়। জানতে পারে, বান্দ্রা ইস্টের খেরওয়াড়ি গণেশ মন্দির রোড এলাকায় থাকছেন রবিউল। এর পরই শুরু হয় নজরদারি। আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতেই রবিউল ডাকাতি ও খুনের কথা স্বীকার করে নেন বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    জানা গিয়েছে, গত বছর ১৪ অক্টোবর মালদার বংশীহারি থানায় রবিউলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মিঠুন চক্রবর্তী নামে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর থেকেই রবিউল বেপাত্তা ছিলেন। মাস দু’য়েক লোনাভালাতে একটি নির্মাণ কাজে যুক্ত ছিলেন। ১ জানুয়ারি মুম্বইয়ের খেরওয়াড়িতে চলে আসেন। সূত্রের খবর, মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)