রাস্তার ধারে দোকানে বসে মুড়ি খাচ্ছিলেন সকলেই। আর তখনই একটি সিমেন্ট বোঝাই ট্রাক্টর হঠাৎই হুড়মুড়িয়ে ঢুকে যায় দোকানে। দুর্ঘটনায় ঘটনায় আহত হন ৫ জন। শুক্রবার, ১১ এপ্রিল সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া এলাকায়। আহত অবস্থায় সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
জানা গিয়েছে, কান্দি সালার রাজ্যে সড়কের উপর অবস্থিত কান্দির মাধুনিয়া বাইপাস এলাকা। এলাকায় একটি দুচাকার গাড়িতে করে দু'জন যাচ্ছিলেন। অন্যদিকে একটি টোটোতে করে যাত্রীরা যাচ্ছিলেন। ওই দুচাকার গাড়ি ও টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে উল্টোদিক থেকে আসা ট্রাক্টরটি হুড়মুড়িয়ে ঢুকে যায় রাস্তার পাশে থাকা একটি চপের দোকানে। সেই দোকানে বসেই মুড়ি খাচ্ছিলেন কয়েকজন মিস্ত্রি।
বহরমপুর থেকে মার্বেল খালি করার জন্য কান্দি এসেছিলেন তাঁরা। আর তখন ট্রাক্টর ঢুকে গেলে আহত হন দু'জনে। অন্যদিকে দু চাকার গাড়িতে থাকা তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় সন্তু মণ্ডল নামে এক মিস্ত্রির পা বাদ চলে যায় বলেই জানা যায়। আহত অবস্থায় কর্ন দাস, অনুপ কুমার ধর, অঙ্কিতা ধর, সন্তু মণ্ডল-সহ আরও একজনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। অন্যদিকে ট্রাক্টরকে আটক করা হয়েছে। চালক পলাতক বলেই পুলিশ জানিয়েছে। বর্তমানে তিন জনের অবস্থা গুরুতর আছে বলে জানা গিয়েছে।