• কাজ দেওয়ার নামে 'কিডনি পাচার', বারুইপুরে ধৃত ২
    আজ তক | ১৩ এপ্রিল ২০২৫
  • কাজ দেওয়ার নাম করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে কিডনি শরীর থেকে বের করে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনায় দুজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার, ১১ এপ্রিল দুপুরে বারুইপুর বিডিও অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল শুরু হয়। একে অপরকে মারধরের ঘটনায় বারুইপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। আটক শামসুদ্দিন লস্কর বারুইপুর থানার হিমচির বাসিন্দা।

    গত তিন মাস আগে তাঁকে বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। সেখানে একটি হোটেলে তাঁকে আটকে রেখে তাঁর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, জোর করে তাঁকে কিডনি দিতে বাধ্য করা হয়। অভিযোগ, উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর কিডনি নিয়ে নেওয়া হয়। অভিযোগ, এই কিডনি দেওয়ার জন্য তাঁকে ৭ লক্ষ টাকা দেওয়ার কথা হয় কিন্তু সে দু লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠায় অভিযুক্তরা। 

    এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হুগলি জেলার বাসিন্দা শুভ ভট্টাচার্যকে ধরে ফেলে শ্যামসুন্দর লস্করের পরিজনরা। শুভ বৃহস্পতিবার শুক্রবার বারইপুর ভিডিও অফিসে এসেছিলেন সেখানেই তাকে ধরে ফেলেন শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন। স্থানীয় মানুষজন দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকেই আটক করে। এই ঘটনার পিছনে কিডনি পাচার চক্রের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও অভিযুক্ত শুভ ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
  • Link to this news (আজ তক)