সংবাদদাতা, মানিকচক: প্রথমে হুমকি। পরে বলপ্রয়োগ করে জমি থেকে উচ্ছ্বেদ। ঘটনা মানিকচকের নূরপুরের। জমি মাফিয়াদের এহেন কাণ্ডে হইচই পড়ে গিয়েছে গ্রামে। হুমকিতে কাজ না হওয়ায় শুক্রবার গভীর রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয়দের তৎপরতায় কোনওক্রমে রক্ষা। পরে প্রাণভয়ে মানিকচক থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। মানিকচক থানার নূরপুর পঞ্চায়েতের জোগনিগ্রামের বাসিন্দা গৃহবধূ অর্চনা মণ্ডল। পরিবারে স্বামী সহ রয়েছে দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে স্বামী ও দুই ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। কুড়ি বছর আগে দুই শতক জায়গা কেনেন তাঁরা। সেখানেই দীর্ঘদিন বসবাস করেছে পরিবারটি। এদিন বধূ লিখিত অভিযোগে জানান, গত চারমাস আগে পুখুড়িয়া থানার আড়াইডাঙ্গার বাসিন্দা যোগী চৌধুরী তাদের জমিকে নিজের বলে দাবি করে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ান অর্চনা চৌধুরী ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে বেশ কয়েকবার বচসায় জড়িয়েছে তাঁরা। এমনকি জমি খালি করার জন্য হুমকি দেওয়া হয়েছে গৃহবধূকে। জমি খালি না করলে দেখে নেওয়ার হুমকি দেন যোগী চৌধুরী বলে অভিযোগ। এরমধ্যেই শুক্রবার রাত বারোটা নাগাদ বাড়ির একাংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় কন্যা সন্তানের সঙ্গে বাড়িতে ঘুমিয়ে ছিলেন অর্চনা। অগ্নিকাণ্ডের ঘটনাটি বুঝতে পেরে চিৎকার করলে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।
এবিষয়ে গৃহবধূ অর্চনা বলেন, জমি মাফিয়ারা অবৈধভাবে জমিটি দখল করতে চাইছে। তাই পোষা গুন্ডা দিয়ে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এদিন তারা বাড়িতে আগুন লাগিয়েছে। আমরা খুব ভয়ে আছি। আবারও হামলা হতে পারে। তাই মানিকচক থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেছি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে পুলিস।
অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত যোগী চৌধুরী। তিনি বলেন, জমিটি চার মাস আগে তিনি কিনেছেন। যার বৈধ কাগজ ও রেকর্ড রয়েছে। তাই তাদের জমি খালি করতে বলা হয়েছে। আর আগুন লাগানোর যে অভিযোগ একেবারে মিথ্যে।