সংবাদদাতা, মাথাভাঙা: চাকরিহারা শিক্ষিকারা আসছেন না স্কুলে। এদিন যোগ্য শিক্ষিকাদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। রীতিমতো প্ল্যাকার্ড হাতে মাথাভাঙা গালর্স স্কুলের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। তাদের দাবি, যাঁরা যোগ্য শিক্ষিকা তাঁদের স্কুলে ফেরত পাঠানো হোক। আমরা আমাদের প্রিয় শিক্ষিকাদের আগের মতোই ক্লাসে দেখতে চাই। স্কুলের তরফে জানানো হয়েছে, ছাত্রীরা নিজেরাই এদিন বিক্ষোভ দেখিয়েছে। চাকরি হারিয়ে যাঁরা চলে গিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভালো শিক্ষিকা ছিলেন। যোগ্যদের প্রতি ন্যায়বিচার হওয়া উচিত। প্রসঙ্গত, মাথাভাঙা গালর্স হাইস্কুলে মোট ছয়জন শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ২২ জন শিক্ষিকা রয়েছে। উচ্চ মাধ্যমিক এই স্কুলে পড়ুয়া প্রায় আড়াই হাজার। যে ছয়জন শিক্ষিকার চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে পাঁচজনই বিজ্ঞান বিভাগের। একজন কলা বিভাগের। একসঙ্গে এতজন শিক্ষিকা চলে যাওয়ায়, ক্লাস নিতেও সমস্যা তৈরি হয়েছে। এদিন ছাত্রীদের বিক্ষোভকে সমর্থন করেছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষও। মাথাভাঙা গালর্সের দশম শ্রেণির ছাত্রী বনানী সিংহ জানায়, শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ায়, আমরা ক্লাস করতে সমস্যায় পড়ছি। আমাদের সেই শিক্ষিকাদের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হোক। আমরা শিক্ষিকাদের বঞ্চনা মেনে নিতে পারছি না। একারণেই এদিন এই বিক্ষোভ দেখানো হয়েছে। মাথাভাঙা গালর্সের প্রধান শিক্ষিকা চিদকনা সাহা বলেন, আমাদের বিদ্যালয়ের ছয়জন শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। আমরা এখন ক্লাস নিতেই সমস্যায় পড়ছি। এদিন ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে। আমরা নৈতিকভাবে ছাত্রীদের এই বিক্ষোভকে সমর্থন করছি।