ঝলঝলিয়া হোয়াইট ইলেভেন ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
মঙ্গল ঘোষ, মালদহ: আজ রবিবার থেকে মালদহ ইংলিশবাজার শহরের ঝলঝলিয়া হোয়াইট ইলেভেন ক্লাবের উদ্যোগে আটদিনব্যাপী প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং দুলাল সরকার মেমোরিয়াল রানার্স আপ কাপ শুরু হতে চলেছে। এই টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। ওই শহরের রেলওয়ে বিদ্রোহী ময়দানে (ডিআরএম বাংলো সংলগ্ন এলাকায়) খেলা হবে। এবার ২০ তম বর্ষে এদিন দুপুরে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের সূচনা করা হবে।
সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, হোয়াইট ইলেভেন ক্লাবের একটি কোচিং ক্যাম্প রয়েছে। সেখানে খেলোয়াড়েরা বছরভর অনুশীলন করেন। বাইরের রাজ্যের খেলোয়াড়দের সঙ্গে মেলবন্ধন তৈরি করতে ২০০৫ এই টুর্নামেন্টের সূচনা হয়। বর্তমানে টুর্নামেন্ট ব্যাপক সুনাম রয়েছে। এবার এই টুর্নামেন্টে মোট ৮ টিম অংশ নিয়েছে। দুটি জেলার টিম। বাকি ৬ টি টিম আসবে বিহার, ঝাড়খণ্ড, অসম সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে।
খেলায় চ্যাম্পিয়ন দল পাবে আকর্ষনীয় ট্রফি সহ দু’লক্ষ টাকা। রানার্স দলকে ১ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ সহ বিভিন্ন পুরস্কার দেওয়ার পরিকল্পনা উদ্যোক্তাদের রয়েছে। হোয়াইট ইলেভেন ক্লাবের পৃষ্ঠপোষক তথা ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার গৌতম দাস বলেন, ফি বছর আমাদের এখানে টুর্নামেন্ট হয়। এবারও হবে। অতীতে বিভিন্ন রাজ্যের রঞ্জি এবং অনূর্ধ্ব-১৯ দলের বহু খেলোয়াড় আমাদের টুর্নামেন্ট খেলে গিয়েছেন। এখানে যাঁরা খেলেছেন, তাঁরা দেশের হয়ে খেলেছেন। এবারও অনেক খেলোয়াড় খেলতে আসবেন। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়রা তাঁদের সঙ্গে খেলবেন। প্রতি বছর মাঠে প্রচুর দর্শক হয়। আশা করছি, এবারও ভিড় উপচে পড়বে। নিজস্ব চিত্র