নিকাশি ও পাকা রাস্তার দাবিতে দক্ষিণ খাগড়াবাড়িতে বিক্ষোভ
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: দু’পাশে জরাজীর্ণ কাঁচা রাস্তা। মাঝে রয়েছে পাকা সেতু। এই পাকা সেতুর বেশকিছু অংশ ভাঙতে শুরু করেছে। নিকাশিনালা প্রায় নেই বললেই চলে। বৃষ্টি হলে বাড়িতে ঢুকে যাচ্ছে জল। আর এই সমস্ত অভিযোগ তুলেই বিক্ষোভে শামিল হল ময়নাগুড়ি দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার ১৬/৩৮ নম্বর বুথের বাসিন্দারা। অবিলম্বে এলাকার সমস্যার সমাধান করতে হবে, এই দাবিকে সামনে রেখে শনিবার বিক্ষোভ চলে। বাসিন্দাদের অভিযোগ, তাদের বুথে ঢোকার রাস্তা জরাজীর্ণ। টোটো থেকে শুরু করে কোনও যানবাহন আসতে চায় না। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। এদিকে কাঁচা রাস্তার মাঝে তৈরি হয়েছে পাকা সেতু। সেটাও চলাচলের অযোগ্য। সেতুর দু’পাশের কাঁচা রাস্তাও বেহাল হয়ে পড়েছে। এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা দাস বলেন, বছরখানেক আগে পাকা সেতু তৈরি হয়েছে। সে সময় আমরা জানিয়ে দিয়েছিলাম ভালোভাবে তৈরি করতে হবে। যেহেতু এলাকাবাসীদের অভিযোগ রয়েছে সে কারণে আমি সোমবার পঞ্চায়েত সমিতির সভাপতিকে বিষয়টি জানাব।
স্থানীয় বাসিন্দা সুভাষ সরকার, দীপালি মণ্ডল বলেন, রাস্তা খারাপ থাকায় কোনও যানবাহন আসতে চায় না। তার উপর আমাদের জলের সমস্যা। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। এজন্য সমস্যায় পড়তে হচ্ছে। কী কারণে পাকা সেতু তৈরি হয়েছে, আমরা সেটাই বুঝতে পারছি না। তার উপর নিকাশি ব্যবস্থা না থাকায় বাড়িতে জল ঢুকছে। সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতেই এজদন আমরা বিক্ষোভ দেখিয়েছি।। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় বলেন, সমস্যাগুলি দ্রুত মিটিয়ে নেওয়া হবে। ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে নেওয়া হবে। নিজস্ব চিত্র