• অন্ডাল-সাঁইথিয়া সেকশনে আজ বাতিল একাধিক ট্রেন
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী নিরাপত্তা ও ট্রেনের সময়ে চলা নিশ্চিত করতে দেশজুড়ে মানববিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। পরিবর্তে ট্রেন চলাচল মসৃণ করতে নয়া রেল ওভারব্রিজ (আরওবি) তৈরি করছে। তেমনই একটি আরওবি’র কাজে আজ, রবিবার অন্ডাল-সাঁইথিয়া সেকশনে তিনটি মেমু প্যাসেঞ্জার বাতিল। সিউড়ি-কুনিরি স্টেশনের মাঝে রেলের এই কাজের জন্য আজ সকাল পৌনে সাতটা থেকে দুপুর সওয়া দু’টো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। বাতিল ট্রেনগুলি হল, অন্ডাল-সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার (৬৩৫৩১), সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার (৬৩৫৩৪), রামপুরহাট-অন্ডাল মেমু প্যাসেঞ্জার (৬৩৫৩০)। রেলের তরফে জানানো হয়েছে, দেওঘর-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস (১৩০৪৬) ও অন্ডাল-রামপুরহাট মেমু (৬৩৫২৯) ট্রেন দু’টি ওই সেকশন পেরিয়ে যাওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ছুটির দিন যাত্রী দুর্ভোগ এড়াতে একটি স্পেশাল রামপুরহাট-সাঁইথিয়া প্যাসেঞ্জার ট্রেন চালাবে রেল। ট্রেনটি আজ দুপুর দেড়টায় রামপুরহাট স্টেশন থেকে যাত্রা শুরু করবে। 
  • Link to this news (বর্তমান)