সৌমিত্র দাস, কাঁথি: প্রায় দেড় দশক ধরে আর্তের সেবায় নিয়োজিত এগরা-২ ব্লকের। ৮২টি ক্লাবের মাধ্যমে দুঃস্থদের সেবায় সাধ্যমতো আর্থিক সহযোগিতা করে থাকে তারা। এছাড়া সারা বছরই নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের পাশে থাকে সেবা সমিতি। সম্প্রতি সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বালিঘাই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সভার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তরুণকুমার মাইতি। উপস্থিত ছিলেন বিডিও অরিজিৎ গোস্বামী, সমিতির স্থায়ী সভাপতি অম্বিকেশ মহাপাত্র, কার্যকরী সভাপতি অহীন্দ্র রায়, সহ-সভাপতি শঙ্করনারায়ণ মিশ্র, উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রকাশ রায়চৌধুরী প্রমুখ।
সমিতির সম্পাদক আশিস ধাওয়া স্থানীয় মানুষজন ও প্রশাসনকে আরও বেশি করে সমাজসেবামূলক কাজে সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমরা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যাব। সমিতি অধীনস্থ ক্লাবগুলির কর্মকর্তাদের বলব, মানুষের জন্য নিজেদের উৎসর্গ করুন। অনুষ্ঠানে সমিতির মুখপত্র ‘জগন্নাথ’ পত্রিকা প্রকাশিত হয়। মঞ্চে এগরার দরবারখাঁবাড় এলাকার পিতৃহারা এক কিশোরকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া দাউদপুর নটবর হাইস্কুলের মিড ডে মিলের রান্নাঘর নির্মাণে ৫০ হাজার টাকা এবং সমিতি অনুমোদিত বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানকে আর্থিক সাহায্য সহ স্ট্যান্ড ফ্যান, ফুটবল প্রভৃতি নানা সামগ্রী দেওয়া হয়। সমাজসেবায় সাফল্যের জন্য দক্ষিণচক স্টার ক্লাব, ভবানীচক মৈত্রী সঙ্ঘ, এরেন্দা নিরঞ্জন ক্লাবকে পুরস্কৃত করা হয়। রাজেন্দ্রচক গ্রামের এক ব্যক্তির চিকিৎসা, দক্ষিণচক গ্রামের দুঃস্থ পরিবারের কন্যার বিয়ে এবং বাসুদেবপুর গ্রামের দুঃস্থ এক ব্যক্তিকে আর্থিক সাহায্য করা হয়।
এই সমিতির সংস্কৃতি চর্চা ও শিক্ষার মানোন্নয়নে জগন্নাথ কলাকেন্দ্র রয়েছে। স্বাস্থ্যের মানোন্নয়নে দাতব্য চিকিৎসালয়, প্যাথলজি পরিষেবার ব্যবস্থা রয়েছে। দুঃস্থ মানুষজনের চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়। ফ্রি-মেডিক্যাল ক্যাম্প, রক্তদান শিবিরও হয়। সভায় বিধায়ক তরুণবাবু তাঁর বক্তব্যে সমিতির নানা কর্মকাণ্ডের প্রশংসা করেন। সমিতির আবেদন মেনে এলাকায় একটি হাইমাস্ট লাইট বসানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন। এলাকায় অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক বিরজাকান্ত প্রধান, যুগ্ম সহ-সম্পাদক জন্মেজয় প্রধান প্রমুখ। • নিজস্ব চিত্র