জমিতে যেতে বাধা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ ভগবানগোলায়
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা থানার হনুমন্তনগর পঞ্চায়েতের চর লবণগোলায় চাষের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই সমস্যা সমাধানে আসরে নামেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। শনিবার তিনি সীমান্তের চর লবণগোলার বিএসএফ ক্যাম্পে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। বিধায়ক বলেন, সীমান্তের জমিতে চাষ করা নিয়ে একটা সমস্যা হয়েছে। বিষয়টি চরের চাষিরা আমাকে জানান। সেজন্য বিএসএফের কর্তাদের সঙ্গে আলোচনার করতে এসেছিলাম। আশা করছি, শীঘ্রই সমস্যা মিটে যাবে। চাষিরা তাঁদের জমিতে চাষ করতে পারবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা থানার চর লবণগোলার পাশ দিয়ে বয়ে গিয়েছে পদ্মার পরিত্যক্ত শাখা বা ছোট পদ্মা। ছোট পদ্মার পূর্বপাড়ে রয়েছে চরের বাসিন্দাদের চাষযোগ্য জমি। ওই জমিতে মূলত পাট, ভুট্টা, কলাই প্রভৃতি ফসল চাষ হয়। সেই মতো দিন কয়েক আগে তাঁরা জমিতে পাটের বীজ ফেলার জন্য বিএসএফের অনুমতি নিতে ক্যাম্পে গিয়েছিলেন। অভিযোগ, বিএসএফের কর্তারা তাঁদের চাষের জন্য জমিতে যাওয়ার অনুমতি দেননি। সেজন্য চাষিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সমস্যা সমাধানে তাঁরা বিধায়কের শরণাপন্ন হন। চাষি মুকুল শেখ বলেন, এখন পাটের বীজ ফেলার সবচেয়ে ভালো সময়। সেই কারণে বিএসএফের অনুমতি নিতে গিয়েছিলাম। কিন্তু, বিভিন্ন অজুহাতে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। এই সময়ে চাষ শুরু করতে না পারলে ফলন ভালো হবে না। অপর এক চাষি রাজু শেখ বলেন, চাষই আমাদের একমাত্র জীবিকা। অথচ চাষ করতে গিয়ে বিএসএফের বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে।