কান্দি মহকুমার বিদ্যুৎ সমস্যা মেটাতে বসছে ৩টি ট্রান্সফর্মার
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কান্দি: কান্দি মহকুমার বহুদিনের বিদ্যুৎ সমস্যার এবার সুরাহা হতে চলেছে। মহকুমার পাঁচথুপি, গোকর্ণ ও কান্দি সাবস্টেশনে তিনটি ১০ মেগা কিলো ভোল্টেজের(এমকেভি) ট্রান্সফর্মার বসানো হচ্ছে। এর ফলে পাওয়ার কাট ও লো ভোল্টেজের সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
গরম পড়তেই মহকুমার বিভিন্ন এলাকায় লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছে। মাঠের সাবমার্সিবল পাম্পে নিয়মিত বিদ্যুৎ না মেলায় ধানের জমিতে সেচের অভাব দেখা দিয়েছে। বহুবছর ধরে এই সমস্যা রয়েছে। বিশেষত ভরতপুর, সালার ও বড়ঞা ব্লকে এই সমস্যা বেশি।
বড়ঞা ব্লকে পাঁচথুপি ও কান্দি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আবার খোদ পাঁচথুপিতেই কান্দি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করতে হয়। সেখানে প্রায়ই লো ভোল্টেজ, পাওয়ার কাটের সমস্যা লেগে থাকে। পাঁচথুপি নাগরিক মঞ্চের সম্পাদক অজিতকুমার লাহা বলেন, সামান্য ঝড়বৃষ্টি হলেই পাঁচথুপিতে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। নতুন ট্রান্সফর্মার বসানোর পর কীভাবে সমস্যা মেটানো হবে-এখনও জানতে পারিনি।
খোদ কান্দি শহরেও বিদ্যুতের সমস্যা রয়েছে। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা লেগেই থাকে। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, এসমস্যা মেটানোর জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে অনেকবার দরবার করা হয়েছিল। অবশেষে মহকুমায় তিনটি বড় ট্রান্সফর্মার বসানো হচ্ছে। এর ফলে মহকুমাজুড়ে বিদ্যুৎ সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী।
বিদ্যুৎ বণ্টন সংস্থার কান্দি ডিভিশন সূত্রে জানানো হয়েছে, মহকুমার বিদ্যুৎ সমস্যা মেটানোর জন্য ওই তিনটি ট্রান্সফর্মার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কান্দি সাবস্টেশনে ইতিমধ্যে কাজ চলছে। গোকর্ণ সাবস্টেশনে তিনদিনের মধ্যেই কাজ শুরু হবে। পাঁচথুপি সাবস্টেশনেও কয়েকদিনের মধ্যে ট্রান্সফর্মার চলে আসবে। এর ফলে নতুন করে ৬০হাজার গ্রাহককে বিদ্যুৎ দেওয়া যাবে। অতিরিক্ত ৭০টি সাব-ট্রান্সফর্মার বসতে চলেছে। এতে গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা মিটবে। বিদ্যুৎ বণ্টন সংস্থার কান্দি ডিভিশনাল ইঞ্জিনিয়ার কিবরিয়া খান বলেন, নতুন তিনটি ট্রান্সফর্মার চালু হলে পাওয়ার কাট ও লো ভোল্টেজের সমস্যা মিটে যাবে।