ঝাড়গ্রাম-কলকাতা রুটে ২টি এসি বাস চালু, উপকৃত হবেন পর্যটকরা
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নববর্ষের আগে ঝাড়গ্রাম ও কলকাতা রুটে শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাস পরিষেবা চালু হল। একটি বাস ধেড়ুয়া মেদিনীপুর হয়ে কলকাতায় পৌঁছবে। অপর বাসটি লোধাশুলি হয়ে চলাচল করবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই উদ্যোগে জেলার পর্যটনশিল্পের প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে।
ঝাড়গ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় একটি এসি বাস ছাড়বে। ধেড়ুয়া, মেদিনীপুর হয়ে কলকাতার ধর্মতলায় পৌঁছবে। ধর্মতলা থেকে বাসটি আবার বিকেল ৪টের সময় ছেড়ে রাত ৮টায় ঝাড়গ্রামে পৌঁছবে। ভাড়া পড়বে ২৭৫টাকা। অপর বাসটি দুপুর ২টো ৪০মিনিটে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি হয়ে কলকাতার গড়িয়া যাবে। এই বাসটির ভাড়া ২৬৫টাকা। জেলার বাসিন্দারা এবার এসি বাসে করে কলকাতায় পৌঁছতে পারবেন। পর্যটকরাও কলকাতা-ঝাড়গ্রাম রুটে এসি বাসে আরামে যাতায়াত করতে পারবেন। জেলার পর্যটনের প্রসারে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই উদ্যোগে খুশি জেলাবাসী।
ঝাড়গ্রাম থেকে কলকাতাগামী ট্রেন সময়মতো চলাচল না করায় নিত্যযাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। সময়মতো ট্রেন চলাচলের দাবিতে কয়েকদিন আগে গণ অবস্থানের ডাক দিয়েছিল ঝাড়গ্রাম নাগরিক সমাজ। জেলার বাসিন্দাদের বড় একটা অংশ পার্শ্ববর্তী জেলা ও কলকাতা যাওয়ার জন্য বাসের উপর নির্ভর করছেন। তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত আরামদায়ক হয়ে উঠবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ঝাড়গ্রাম ডিপোর ইন্সপেক্টর আশিস মণ্ডল বলেন, গত রবিবার থেকে ঝাড়গ্রাম-কলকাতা রুটে এসি বাস পরিষেবা চালু হয়েছে। গরম ও পর্যটকদের কথা মাথায় রেখে এসি বাস পরিষেবা চালু করা হয়েছে।
নয়াগ্ৰাম ব্লকের খড়িকামাথানির বাসিন্দা সৌগত মাহাত বলেন, জেলার রেল পরিবহণ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। জেলার মানুষ বাসের উপর এখন অনেকটাই নির্ভরশীল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ভালো উদ্যোগ নিয়েছে। খড়িকামাথানি এলাকায় একটি সরকারি বাস ডিপো করার জন্য বারবার আবেদন করা হয়েছে। বাস ডিপো হলে ঝাড়গ্রাম শহর ও নয়াগ্ৰামের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায় বলেন, দক্ষিণ পূর্ব রেলের ঝাড়গ্রাম-হাওড়া শাখায় সময়মতো ট্রেন না চলায় পর্যটন ব্যবসা সমস্যার মুখে পড়েছে। ঝাড়গ্রাম থেকে দু’টি এসি বাস চালানোর সিদ্ধান্তে পর্যটকরা উপকৃত হবেন।