৪টি পুকুরের জলে ব্যাকটেরিয়া মেলায় ব্যবহার না করার পরামর্শ
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: তালডাংরার চারটি পুকুরের জলে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। তাই ওই পুকুরের জল ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ব্লক প্রশাসন। এব্যাপারে পুকুরের পাড়ে সচেতনতামূলক বোর্ড টাঙানো হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে এলাকার বিভিন্ন পুকুরের জল পরীক্ষা করা হয়। তাতে তালডাংরা ব্লকের বিবড়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবড়দা কাদা সায়র ও পদ্মপুকুর। খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাইকা প্রাইমারি স্কুল সংলগ্ন একটি পুকুর। এবং পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচমুড়ার শ্যামপুকুর। এই চারটি পুকুরের জলে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে।
এব্যাপারে তালডাংরার বিএমওএইচ অরিজিৎ মণ্ডলকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। মেসেজেরও উত্তর দেননি। তবে তালডাংরা ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ব্লক স্বাস্থ্যদপ্তর থেকে পুকুরের জলে ব্যাকটেরিয়া পাওয়ার কথা জানানো হয়েছে। সেই মতো ওই সব পুকুরের জল যাতে সাধারণ মানুষ ব্যবহার না করেন। সে ব্যাপারে সচেতনতামূলক বোর্ড টাঙানো হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে এব্যাপারে বাসিন্দাদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পুকুরের জল শোধন করার জন্য স্বাস্থ্যদপ্তরকে বলা হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গ্রামাঞ্চলে বিভিন্ন পুকুরের জলের কোয়ালিটি টেস্ট করা হয়। হাইড্রোজেন সালফাইড কিটের মাধ্যমে তা পরীক্ষা করা হয়। তাতে চারটি পুকুরের জলে ব্যকটেরিয়া পাওয়া গিয়েছে। ওই সব পুকুরের জল ব্যবহার করলে জলবাহিত বিভিন্ন রোগের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। সেজন্য ওই সব পুকুরের জল শোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে তালডাংরা ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। এরপরেই প্রশাসন নড়েচড়ে বসে। ওই সব পুকুরের জল যাতে কেউ ব্যবহার না করেন, তার জন্য দ্রুততার সঙ্গে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সেই সঙ্গে জল শোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এব্যাপারে পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লক প্রশাসন থেকে আমাদের পঞ্চায়েত এলাকার একটি পুকুরের জল শোধনের নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই তা করা হবে।