নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সোমবার ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস পালন করবে অল বেঙ্গল দলিত সমাজকল্যাণ সমিতি। এই উপলক্ষ্যে আরামবাগের গৌরহাটি মোড় লাগোয়া প্রতীক্ষালয়ের পাশে আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন হবে। সেইসঙ্গে সমিতির তরফে মানুষকে পশ্চিমবঙ্গ দিবস পালনের আগাম আহ্বান জানানো হবে। আরামবাগের মানুষকে নববর্ষের আগাম শুভেচ্ছাও জানাবেন উদ্যোক্তারা। আরামবাগের কয়েকশো দলিত মানুষকে বিশেষ উপহার দেওয়া হবে। এছাড়া, প্রায় ৩০০পড়ুয়াকে নিয়ে আঁকা প্রতিযোগিতা হবে।
সংগঠনের হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ বলেন, ডঃ বি আর আম্বেদকরের চিন্তাধারা খুবই প্রাসঙ্গিক। আমাদের সকলকে সংবিধান মেনে চলতে হবে। তাঁর দর্শন, কাজ, জীবনী আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে আমরা উদ্যোগী হয়েছি। আরামবাগ মহকুমায় কোথাও সংবিধান প্রণেতার একটিও মূর্তি নেই। এই প্রথম আমরা সংগঠনের উদ্যোগে তাঁর মূর্তি বসাচ্ছি।
সোমবার বিকেল ৩টায় গৌরহাটি মোড়ে ওই অনুষ্ঠান হবে। আপাতত অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেইদিনই আঁকা প্রতিযোগিতাও হবে। তিনটি বিভাগে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঁচ থেকে আট, নয় থেকে ১৪ ও ১৫ থেকে ২৩বছর বয়সীদের নিয়ে নানা বিষয়ে আঁকা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় কৃতীদের পুরস্কৃত করা হবে।
ওইদিন মূর্তি উন্মোচন করবেন পশ্চিমবঙ্গ দলিতবন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রদীপ বাসফোর। পুলিস ও প্রশাসনের আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের সদস্য শীতল পাত্র, শ্রীমন্ত বাউরি বলেন, এর আগেও আমরা আরামবাগে শ্রদ্ধার সঙ্গে ডঃ আম্বেদকরের জন্ম ও মৃত্যুদিবস নিয়ম করে পালন করে এসেছি। এরপর থেকে মূর্তির পাদদেশে তা পালিত হবে।
সংগঠনের দুই সদস্য আশিস পাল ও অন্নপূর্ণা রায় বলেন, আম্বেদকরের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ঘিরে আরামবাগজুড়ে উৎসাহ রয়েছে। এই মূর্তি উন্মোচনের ফলে আরামবাগের গুরুত্ব আরও বাড়বে বলেই আমাদের মনে হয়।