• বাইরের পাত্রপক্ষ দেখতে আসায় পাত্রীর বাড়ির সামনে ঝামেলা গ্রামের যুবকদের
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, পুরুলিয়া: বাড়িতে পাত্রপক্ষের লোকজন এসেছেন। মেয়ের বিয়ের বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে। মেয়ে দেখতে এসে যাতে পাত্রপক্ষের লোকেদের কোনওরকম সমস্যা না হয়, সেবিষয়ে সতর্ক পাত্রীর বাড়ির লোকজন। অ্যাপায়নেও কোনও ত্রুটি রাখা হয়নি। যদিও ‘পাকা কথা’ হওয়ার আগেই বাধ সাধলো বাইরে হট্টগোল। 

    বাড়ির বাইরে কয়েকজনের ঝামেলা করার জেরে পাত্রীর বাড়ি ছাড়লেন পাত্রপক্ষের লোকজন। এমনকী বাড়িতেও চড়াও হয় বলে অভিযোগ। পরে গোটা বিষয়টি নিয়ে থানাতে অভিযোগও করেন পাত্রীর বাবা। পুঞ্চা থানার পায়রাচালি গ্রামের ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

    পাত্রীর বাবা থানাতে লিখিত অভিযোগ করে জানান, তার মেয়ের বিয়ের কথাবার্তা চলার সময় আচমকা গ্রামের কয়েকজন যুবক বাড়িতে চড়াও হন। তাঁদের বক্তব্য, গ্রামের ওই যুবকদের অনুমতি না নিয়ে বাইরে কেন মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে? সেটা তা জানতে চেয়ে ঝামেলা শুরু করেন তাঁরা। ঝামেলা দেখে সেখান থেকে চম্পট দেন পাত্রপক্ষের লোকজন। তারপরই যুবকদের সঙ্গে বচসা শুরু হয় পাত্রীর বাবার। বচসা বাড়তে থাকায় পাত্রীর বাবাকে মাটিতে ফেলে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ। গ্রাম ছাড়া করার হুমকি দেওয়ার পাশাপাশি প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই শুক্রবার গোটা বিষয়টি জানিয়ে পুঞ্চা থানাতে ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পায়রাচালীর বাসিন্দা পাত্রীর বাবা। 

    গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুঞ্চা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ঠিক কী কারণে গ্রামেরই যুবকেরা পাত্রীর বাড়িতে গিয়ে ঝামেলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ‘অন্য কোনও সম্পর্কের’ বিষয় আছে কী না, সেবিষয়েও খোঁজ নেওয়া শুরু করেছে পুলিস। তবে ওই মেয়েটির বিয়ে ভাঙার জন্যই পাত্রপক্ষের সামনেই যে ঝামেলা করা হয়েছে সেবিষয়ে কার্যত নিশ্চিত পুলিস। 

    গোটা ঘটনায় অন্য কারও ‌ইন্ধন আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও শনিবার বিকাল পর্যন্ত এবিষয়ে কাউকে গ্রেপ্তার করেনি পুলিস।
  • Link to this news (বর্তমান)