• ৩ দিনে চুরির কিনারা গার্ডেনরিচ থানার
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনদিনের মধ্যে সাত লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ সোনার গয়না চুরির কিনারা করল গার্ডেনরিচ থানার পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাগুইআটি থেকে শেখ মহম্মদ সাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের থেকে প্রায় ৩৪৮ গ্রাম সোনার গয়না এবং নগদ টাকার একাংশ উদ্ধার হয়েছে বলে জানান কলকাতা পুলিসের ডিসি (পোর্ট) হরিকৃষ্ণাণ পাই। গার্ডেনরিচের রামনগর লেনের বাসিন্দা মহম্মদ হালিম নামে এক ব্যক্তির অভিযোগ, ৯ এপ্রিল তাঁর বাড়ি থেকে সাত লক্ষ টাকা ছাড়াও চারটি সোনার বালা, একটি মঙ্গল সূত্র, এক সেট নেকলেস, এক জোড়া কানের দুল, একটি লকেট সহ সোনার হার, সোনার বাট এবং একাধিক সোনার গয়না চুরি গিয়েছিল। দুষ্কৃতীরা চুরির পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গিয়েছিল। তারপর সোর্সের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সাহায্য নিয়ে বাগুইআটি থেকে সাকিলকে গ্রেপ্তার করে পুলিস। 
  • Link to this news (বর্তমান)