• শেয়ারে লগ্নির নামে ৯৪ লক্ষ টাকা হাতিয়ে পাকড়াও যুবক
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেয়ারে টাকা লগ্নি করলে চড়া সুদ পাওয়া যাবে। এই টোপ দিয়ে বড়বাজারের এক ব্যবসায়ীর থেকে ৯৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার পুলিস রনিক আগরওয়াল নামে ওই যুবককে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১৭ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

    সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, টাকা দেওয়ার পরে কোনও ডিভিডেন্ড না পাওয়ায় অভিযোগকারী যুবকটির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অভিযুক্ত নানা অছিলায় দূরত্ব বাড়াতে শুরু করেন। ফোনে যোগাযোগও বন্ধ করে দেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বড়বাজারের ওই কাপড় ব্যবসায়ী কলকাতা পুলিসে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, অভিযুক্ত একজন সাব ব্রোকার। তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের একাধিক অভিযোগ রয়েছে। সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, অভিযুক্তের বাবার ভূমিকাও পুলিস খতিয়ে দেখছে। 
  • Link to this news (বর্তমান)