জেলে হোমিও চিকিৎসায় দৃষ্টি ফিরে পেল সাজাপ্রাপ্ত বন্দি!
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুটি চোখেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। দৃষ্টি ফেরাতে জেলের তরফে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সবাই ফিরিয়ে দিয়েছিল রশিদকে। শেষমেষ জেল হাসপাতালে আসা হোমিওপ্যাথি চিকিৎসককে দেখানো শুরু হয়। তাঁর চিকিৎসায় ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে সাজাপ্রাপ্ত ওই অপরাধী। বাঁ চোখে অল্প হলেও দেখতে পাচ্ছে সে। এজন্য সে ধন্যবাদ দিচ্ছে জেল কর্তৃপক্ষকে।
জেল সূত্রের খবর, ২০০৮-এর মে মাসে পার্ক স্ট্রিট এলাকায় একটি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় রশিদ। ২০০৯-এর নভেম্বরে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে ব্যাঙ্কশাল আদালত। তারপর থেকে তার ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। বছর পাঁচেক আগে ওই বন্দি দুটি চোখে দৃষ্টি শক্তি হারাতে শুরু করে। কিছু দিনের মধ্যেই আরও ক্ষীণ হয় দৃষ্টি। কাউকে দেখতে পেত না সে। জেল কর্তৃপক্ষের তরফে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় তার। এমনকী, বেসরকারি চোখের হাসপাতালেও তাকে দেখান জেল আধিকারিকরা। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলতে থাকে। শেষে হাসপাতালগুলি জানিয়ে দেয়, রশিদের দৃষ্টিশক্তি ফিরবে না। কেউ চোখ দান করলে তবেই দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব তার। কার্যত হাল ছেড়েই দিয়েছিলেন সকলে। সাজাপ্রাপ্ত এবং অভিযুক্তদের চিকিৎসার জন্য ছ’মাস আগে জেল কর্তৃপক্ষ একজন হোমিওপ্যাথকে নিয়ে আসে। তাঁর কাছে নিয়ে যাওয়া হয় রশিদকে। আশ্চর্য হলেও সত্যি, তাঁর দেওয়া ওষুধ ম্যাজিকের মতোই কাজ করেছে রশিদের শরীরে। জেলে বসে রশিদ জানিয়েছে, সে ডান চোখে এখন ভালোই দেখতে পাচ্ছে। তবে বাঁ চোখের সমস্যা এখনও রয়েছে। এটিও মিটে যাওয়ার ব্যাপারে আশাবাদী সে।