পিজিতে মধ্যবিত্তদের ‘বাজেট হাসপাতাল’, ১৩১টি শয্যা, সেরা ডাক্তারদের পরিষেবা, চালু পুজোর আগেই
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
বিশ্বজিৎ দাস, কলকাতা: একদিকে রাজ্যের অন্যতম সেরা চিকিৎসকদের পরিষেবা। অন্যদিকে পাঁচতারা প্রাইভেট হাসপাতালের স্বাচ্ছন্দ্য। তাও আবার প্রথম সারির কর্পোরেট হাসপাতালগুলির তুলনায় ৭৫ থেকে ৮০ শতাংশ কম খরচে। মধ্যবিত্তদের জন্য এই ‘বাজেট হাসপাতাল’ চালু হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। পরিষেবা, স্বাচ্ছন্দ্য ছাড়াও পিজি’র এই বাজেট হাসপাতালের আর একটি ‘ইউএসপি’ আছে। আর তা হল, দশতলা এই হাসপাতালের মা উড়ালপুলমুখী প্রায় প্রতিটি ঘর থেকেই দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। পিজি’র এক পদস্থ কর্তা জানিয়েছেন, পুজোর আগেই চালু হয়ে যাবে হাসপাতালটির প্রথম চারটি তল। তারপর ধাপে ধাপে খুলে দেওয়া হবে বাকি অংশ। দশতলা ভবনের নির্মাণকাজ এখন শেষের পথে। মা উড়ালপুল, রেসকোর্স বা ভিক্টোরিয়া চত্বর থেকে দেখা যাচ্ছে, পিজি’র পোস্ট অফিস গেটের পাশে মাথা তুলছে বহুতল হাসপাতাল।
জানা গিয়েছে, ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ মডেলে পিজি’র উডবার্ন ওয়ার্ড খুলে দেওয়ার পর রাজ্য সরকার এই প্রথম হাসপাতাল চালিয়ে লাভের মুখ দেখেছে। চার হাজার, আড়াই হাজার এবং দু’হাজার টাকা—তিন ধরনের মোট ৩৬টি কেবিন রয়েছে শতাব্দীপ্রাচীন উডবার্ন ওয়ার্ডে। ওটি এবং আইসিইউ চালু হয়ে গিয়েছে সেখানে। একটা সময় ছিল, যখন শুধুমাত্র ভিআইপি ছাড়া কেউ উডবার্ন ওয়ার্ডে রোগী ভর্তি করাতে পারতেন না। ‘খুঁটির জোর’ থাকলে তবেই সেই সুযোগ মিলত। ক্ষমতায় আসার পর মমতা ‘ভিআইপি উডবার্ন’-কে সবার ওয়ার্ড করে তোলেন। সেই মডেলের উল্লেখযোগ্য সাফল্যের পথ ধরেই সিদ্ধান্ত হয়, পিজি’র মধ্যে একটি বাজেট হাসপাতাল গড়ে তোলা হবে। পাশাপাশি, জেলায় জেলায় জমি খোঁজা হবে জেলা বাজেট হাসপাতাল নির্মাণের জন্য।
পিজি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২৩ নভেম্বর প্রকল্পটি শুরু হয়। বর্তমানে সেই নির্মাণকাজ শেষের মুখে। বহুতল ভবনের সর্বোচ্চ তলে থাকবে আটটি ভিআইপি সুইট। বাকি অংশে থাকবে ১০২টি সুসজ্জিত কেবিন। থাকবে পাঁচটি এইচডিইউ এবং ১৬টি আইসিইউ বেড। কয়েকটি রিকভারি বেডও রাখা হবে। সব মিলিয়ে বেড সংখ্যা ১৩১।
এদিকে, এই বাজেট হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে বহরে বাড়ছে উডবার্ন ওয়ার্ডও। সংস্কারের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। বর্তমানে ৩৬টি কেবিন রয়েছে উডবার্নে। সেই সংখ্যা বেড়ে হতে পারে প্রায় ৬০টি। সব মিলিয়ে রাজ্যের এক নম্বর সুপারস্পেশালিটি হাসপাতালে মোট কেবিনের সংখ্যা (নতুন বাজেট হাসপাতাল এবং প্রাচীন উডবার্ন ওয়ার্ড মিলিয়ে) ২০০’র কাছাকাছি হতে পারে। তবে নতুন বাজেট হাসপাতালের বেড ভাড়া এখনও স্থির হয়নি বলে জানিয়েছেন এক কর্তা। তবে বাজেট হাসপাতালের ভাড়া উডবার্নের মতোই হতে পারে বলে অনুমান করা হচ্ছে।