• শহরে ব্যাঙ্কগুলির নিরাপত্তা আবার খতিয়ে দেখার সিদ্ধান্ত লালবাজারের
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তা নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল লালবাজার। কারণ, ২৭ বছর বাদে শুক্রবার দুপুরে সন্তোষপুরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়েছিল এক যুবক। ম্যানেজারের সাহসিকতা আর খেলনা পিস্তল থাকায় এ যাত্রায় ডাকাতির হাত থেকে বেঁচে গিয়েছে ব্যাঙ্কটি! তদন্তকারী পুলিসের একাংশ স্বীকার করছেন, ডাকাতের সংখ্যা বেশি হলে ডাকাতি ঠেকানো কার্যত অসম্ভব ছিল।

    কিন্তু ভরদুপুরে যে কায়দায় ওই যুবক ব্যাঙ্কে ঢুকেছিল, তাতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা বেআব্রু হয়ে গিয়েছে। অত বড় ব্যাঙ্কে একজনও সশস্ত্র রক্ষী নেই! একটা সময় ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের রক্ষী হিসেবে নিয়োগ করা হতো। কিন্তু অনেকদিন হল সেই পাট চুকে দিয়েছে। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, সন্তোষপুর ব্যাঙ্কে হানার পর লালবাজার নতুন করে শহরের সব থানার ওসিদের বিশেষ নির্দেশ দিতে চলেছে। সেটি হল, সংশ্লিষ্ট থানা এলাকায় রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি সোনা বন্ধক রেখে ঋণদানকারী সংস্থার নিরাপত্তা নতুন করে পর্যালোচনা করতে হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ব্যাঙ্কে সশস্ত্র রক্ষী আছে কি না, ব্যাঙ্কে ডাকাত পড়লে বিপদ সংকেত হিসেবে সাইরেন বাজে কি না, ভল্ট সহ ব্যাঙ্কে ঢোকা বের হওয়ার গেটে পর্যাপ্ত সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার হার্ডডিস্কের সুরক্ষা সহ বিভিন্ন বিষয় দেখতে হবে।

    উল্লেখ্য, একটা সময় ছিল কলকাতা শহরে মাসে একাধিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটত। তখন ডাকাতি ঠেকাতে ব্যাঙ্ক ম্যানেজারের হাতে কাছে ‘সুইচ’ থাকত, যাতে চাপ দিলেই স্থানীয় থানাতে বিপদ সংকেত হিসেবে ঘণ্টা বেজে উঠত। সেই পুরনো ব্যবস্থা ফেরানো সম্ভব কি না, তাও খতিয়ে দেখছে লালবাজার। পাশাপাশি, ব্যাঙ্ক চলাকালে থানাগুলিকে টহলদারি বাড়াতে বলা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)