• দত্তপুকুরে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডেঙ্গু রোধে শনিবার সারপ্রাইজ ভিজিট জেলাশাসক শরদকুমার দ্বিবেদীর। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)আকাঙ্খা ভাস্কর, সিএমওএইচ সমুদ্র সেনগুপ্ত, বিডিও রাজীব দত্ত চৌধুরী সহ অনান্যরা। এদিন বারাসত এক নম্বর ব্লকের দত্তপুকুর দু’নম্বর পঞ্চায়েতের কালাচাঁদপাড়া, বিধানপল্লি সহ একাধিক এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসন। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন জেলাশাসক। পাশাপাশি দত্তপুকুর দু’নম্বর পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জমিও পরিদর্শন করেন। জানা গিয়েছে, পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু প্রতিরোধে কেমন কাজ হচ্ছে, বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে কি না, সচেতনতামূলক প্রচার হচ্ছে কি না তা দেখা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এই প্রসঙ্গে বারাসত একের বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবিলায় কাজ চলছে। জেলাশাসকের নির্দেশমতো সচেতনতার উপর আরও জোর 

    দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)