• বাঁশবেড়িয়ায় নির্বিঘ্নে হনুমান জয়ন্তী, শব্দ তাণ্ডবের অভিযোগ
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়া থেকে কোন্নগর– হনুমান জয়ন্তী পালিত হল নির্বিঘ্নে। শনিবার বাঁশবেড়িয়ার হনুমান মন্দির থেকে ঐতিহ্যবাহী শোভাযাত্রা বেরিয়ে কলবাজারে গিয়ে শেষ হয়। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতৃত্বকে হনুমান জয়ন্তী থেকে রামনবমীর শোভাযাত্রায় সামনের সারিতে দেখা গিয়েছে। 

    বাঁশবেড়িয়ার মিছিলে ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন দাশগুপ্ত। পাশাপাশি, কোন্নগরের মিছিলেও স্থানীয় তৃণমূল নেতাদের দেখা গিয়েছে। ছিলেন বিজেপির নেতারাও। তবে বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী মিছিলে অস্ত্রের দাপাদাপি ও শব্দ তাণ্ডবের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তারস্বরে ডিজে বেজেছে। অস্ত্র প্রদর্শনও ছিল ব্যাপক। এনিয়ে পুলিস কর্তাদের দাবি, সমস্ত মিছিলের ভিডিও রেকর্ডিং হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ হবে। তপনবাবু অস্ত্র ও শব্দ তাণ্ডবের অভিযোগ নস্যাৎ করেছেন।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)