• সমবায় সমিতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের সমবায় সমিতির নির্বাচনে ৪৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। বিজেপি বা সিপিএম প্রার্থী দেয়নি। বিরোধীদের অভিযোগ, ভীতি প্রদর্শনের কারণে প্রার্থী দেওয়া যায়নি। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সম্পর্কে ঘোষণা হয়।

    ভাটপাড়ায় মূল ব্রাঞ্চ ছাড়া নৈহাটিতে দু’টি এবং শ্যামনগরে একটি ব্রাঞ্চ আছে এই ব্যাঙ্কের। এক সময় চেয়ারম্যান পদে ছিলেন অর্জুন সিং। ২০১৯ সালের পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়। তাঁর আত্মীয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর চেয়ারম্যান হন জিতু সাউ। পরে তাঁর মৃত্যু হয়। ফলে চেয়ারম্যান পদ শূন্য পড়ে ছিল। এবার বিজয়ী ৪৪ জনের মধ্য খেকে নয়া চেয়ারম্যান নির্বাচিত হবেন। নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, শীঘ্রই চেয়ারম্যান ঠিক হবে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, এই ব্যাঙ্কের টাকা নয়ছয় হয়েছে। আমি মামলা করেছি। আশা করি বিচার পাব। আমরা চাই সুষ্ঠুভাবে চলুক এই ব্যাঙ্ক। 
  • Link to this news (বর্তমান)