‘লেভি’ না দেওয়ায় ট্রাকচালককে মারধর, গ্রেপ্তার ২ সরকারি কর্মী
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: পণ্যবাহী ট্রাক থেকে ‘লেভি’ আদায় করছিলেন উত্তর ২৪ পরগনা জেলার রেগুলেটেড মার্কেট কমিটির সরকারি কর্মীরা। সেই টাকা না দিয়ে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করায় এক চালকের মাথা ফাটিয়ে দিলেন তাঁরা। ঘটনার প্রতিবাদে ঘোজাডাঙা সীমান্তগামী অন্য ট্রাকচালকরা রাস্তা অবরোধ করেন দেগঙ্গার অম্বিকানগরে। আক্রান্ত ট্রাকচালকের অভিযোগের ভিত্তিতে দুই সরকারি কর্মী হাসানুর জামান ও আমিরুল হককে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানার পুলিস। তাঁদের শনিবার বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দেগঙ্গার চিত্ত বসু মার্কেট কমপ্লেক্সের সামনে উত্তর ২৪ পরগনা রেগুলেটেড মার্কেট কমিটির সরকারি কর্মীরা পণ্যবাহী ট্রাক থামিয়ে ‘লেভি’ আদায় করছিলেন। এই ‘লেভি’ সরকারের কোষাগারেই জমা পড়ে। লেভির জন্য চালানও দিতে হয়। এদিন বর্ধমান থেকে আসা একটি আদাভর্তি ট্রাককে লেভি দেওয়ার জন্য থামতে বলেন ওই কর্মীরা। কিন্তু, চালক ট্রাক থামাননি। তখন কর্মীরা প্রায় দু’কিলোমিটার রাস্তা ধাওয়া করে ট্রাকটিকে ধরেন। এরপর ট্রাকচালককে নামিয়ে বেধড়ক মারধর করেন তাঁরা। মাথা ফেটে যায় চালকের। প্রতিবাদে ট্রাকটিকে টাকি রোডে দাঁড় করিয়ে চলে বিক্ষোভ। দেগঙ্গা থানার পুলিস ট্রাকচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই কর্মীকে গ্রেপ্তারও করে। প্রাথমিক চিকিৎসার পর চালক ট্রাক নিয়ে ঘোজাডাঙার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে, ধৃতরা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।