• পৃথক দুর্ঘটনায় বারুইপুরে মৃত যুবক, জয়নগরে জখম ভাইস চেয়ারম্যান
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: ফের দুই বাইক দুর্ঘটনা। তাতে বারুইপুরে মৃত্যু হল বাইকচালকের, আর জয়নগরে আহত দু’জন। জয়নগরের নিমপীঠে বাইক দুর্ঘটনায় গুরতর জখম হয়েছেন জয়নগর মজিলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান রথীন মণ্ডল ও তাঁর স্ত্রী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজলী মণ্ডল। তাঁদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। 

    দু’জনকেই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, শুক্রবার বিকেলে ভাইস চেয়ারম্যান স্ত্রীকে বাইকে বসিয়ে বেলে দুর্গানগরের দিকে যাচ্ছিলেন। নিমপীঠের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি রাস্তার পাশে উল্টে যায়। তাতেই গুরুতর জখম হন দু’জন।

    অন্যদিকে, বিষ্ণুপুরের জয়রামপুর থেকে বাড়ি ফেরার পথে সব্জি বোঝাই ছোটো হাতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকচালকের। মৃতের নাম সন্তু নস্কর (২৬)। ঘটনাটি ঘটে শনিবার সকালে বারুইপুরের টংতলায়। 

    পুলিস জানিয়েছে, যুবকের বাড়ি চম্পাহাটি হালদারপাড়ায়। বাইকে আরও দু’জন ছিলেন। তাঁদের কমবেশি চোট লেগেছে।
  • Link to this news (বর্তমান)