• সম্পত্তির জন্য বোনকে চুলের মুঠি ধরে মার, ভাইরাল ভিডিওয় তুমুল শোরগোল
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটি ঘরের মধ্যে চার মহিলা ও দু’জন পুরুষ। আচমকা এক মহিলা ঘরের জানালা বন্ধ করতে উদ্যত হলেন। আপত্তি করলেন আর এক মহিলা। তারপরই জানালা বন্ধ করতে বাধা দেওয়া মহিলাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর শুরু হল। এমনই একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে। ইতিমধ্যে আক্রান্ত মহিলা বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস একজনকে গ্রেপ্তারও করেছে। ধৃতের নাম অঞ্জন ধর। ধৃত ব্যক্তি অভিযোগকারিণী আরিস্মা ধরের দাদা। অন্যান্য অভিযুক্তরা হলেন রুনু হাজারী, চন্দ্রিমা দত্ত, রূপজয়িতা ধর ও শুভ্রউজ্জ্বল দত্ত। তাঁরা এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।  

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের নবপল্লির বাসিন্দা রীণা ধর গত জানুয়ারিতে মারা যান। তাঁর চার মেয়ের মধ্যে একজন বিবাহসূত্রে বাংলাদেশে থাকেন। দুই মেয়ে রুনু হাজারি ও চন্দ্রিমা দত্তের বিয়ে হয়েছে বাপের বাড়ির পাড়াতেই। আর এক মেয়ে আরিস্মা থাকতেন দুবাইয়ে। ধৃত অঞ্জন রীণাদেবীর ছেলে। পলাতক রূপজয়িতা অঞ্জনের স্ত্রী। আরেক পলাতক শুভ্রউজ্জ্বল চন্দ্রিমার স্বামী। অভিযোগ, ময়ের বাড়ি নিজেদের নামে করে নেওয়ার জন্য অভিযুক্তরা রীণাদেবীকেই একাধিকবার চাপ দিয়েছেন। এমনকী মারধরেরও অভিযোগ উঠেছিল। এই অবস্থায় জানুয়ারি মাসে মা মারা যাওয়ার পর নবপল্লির ওই বাড়িতে এসে থাকতে শুরু করেন আরিস্মা। তারপরই এই ঘটনা বলে অভিযোগ আরিস্মার। পুলিস অঞ্জনকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনও না ধরায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সম্পত্তি হাতানোর জন্য যে কোনও সময় ওরা আমায় মেরে ফেলতে পারে। ওদের কঠোর শাস্তি চাই।’ অভিযুক্তদের ফোনে ধরার চেষ্টা করেও পাওয়া যায়নি। 
  • Link to this news (বর্তমান)