সক্রিয় দুই উচ্চচাপ বলয়, চৈত্রশেষ আর পয়লা বৈশাখে সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৫
রাজ্যের উপর সৃষ্টি হয়েছে দু’টি উচ্চচাপ বলয়। আর তার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অংশে।
উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, পয়লা বৈশাখের দিনও দুর্যোগ চলতে পারে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপরে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। মূলত এর ফলেই প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। চৈত্রের গরমে যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে বজ্রপাত নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। তেমন পরিস্থিতিতে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।