• তিন মাস বাগান বন্ধ থাকলে বা চা শ্রমিকদের কোনও সুবিধা থেকে বঞ্চিত করলেই লিজ় বাতিল, সিদ্ধান্ত সরকারের
    আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৫
  • তিনমাস বাগান বন্ধ রাখলে কিংবা চা বাগানের শ্রমিকদের বেতন, পিএফ-সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করলে এ বার মালিকপক্ষের লিজ় বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

    শনিবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে ত্রিপাক্ষিক বৈঠকের পর রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘এ বার থেকে তিন মাস বাগান বন্ধ রাখলে কিংবা চা বাগানের শ্রমিকদের বেতন, পিএফ-সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করলেই মালিকপক্ষের লিজ় বাতিল করা হবে।’’ বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে ফের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানান তিনি। তার রিপোর্টের ভিত্তিতেই ন্যূনতম মজুরি ঠিক করবে রাজ্য সরকার।

    স্টেট গেস্টহাউসে মলয় ছাড়াও উপস্থিত ছিলেন জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী-সহ মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের সদস্যেরা। মূলত চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি, বন্ধ চা বাগান এবং টি ডিরেক্টরেট নিয়ে বৈঠক করেন মন্ত্রী। ত্রিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক সংগঠনের সদস্যেরাও।
  • Link to this news (আনন্দবাজার)