• আগামী ক’দিন বৃষ্টির আশ্বাস উত্তর-দক্ষিণে
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • এই সময়: বৃহস্পতিবার দুপুর ও রাতে কলকাতা-সহ একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি স্বস্তি দিয়েছিল রাজ্যবাসীকে। যদিও সেই স্বস্তি মুছে শনিবার ফিরল দিনের ভ্যাপসা গরম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি। ২৪ ঘণ্টার মধ্যে শনিবার সেই সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি বেড়ে হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ, রবি ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। রবিবার সকালে পরিষ্কার থাকবে আকাশ।

    বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে উত্তরবঙ্গ ও সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে।

    দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে। রবিবার ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে।

    আজ, রবিবার বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে জেলাগুলোতে বাড়ার সম্ভাবনা প্রবল। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। সোম ও মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের প্রভাব কিছুটা কমবে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অবশ্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

  • Link to this news (এই সময়)