• Breaking News Live: জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৫
  • সুদানের আধাসামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) দারফুর অঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের শিবিরে গত দু’দিনে হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেই হামলায় ২০ জন শিশু এবং ন’জন সাহায্য কর্মী-সহ ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

    ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর এ বার বৈশাখীর শুভেচ্ছা জানালেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, ‘বৈশাখী, বিষু, বোহাগ বিহু, পয়লা বৈশাখ, মেশাদি, বৈশাখী এবং পুথান্ডু পিরাপুর শুভ উপলক্ষে, আমি সকল সহ-নাগরিককে আমার উষ্ণ শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই।’

    ১৯১৯ সালে ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যারা শহিদ হয়েছিলেন আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী। তিনি এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আগামী প্রজন্ম তাঁদের অদম্য চেতনাকে সর্বদা স্মরণ করবে। এটা আমাদের জাতির ইতিহাসের একটি কালো অধ্যায় ছিল। তাঁদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে এসেছে।’

    সমগ্র দেশবাসীকে বৈশাখীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে শুভেচ্ছা বার্তা পোস্ট করে মোদী লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা!’ অন্য দিকে এক্সে দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘বৈশাখী, বিষু, বোহাগ বিহু, পয়লা বৈশাখ, বৈশাখাদি এবং পুথান্ডু পিরাপু শুভ উপলক্ষ্যে, আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়দের জানাই আন্তরিক শুভেচ্ছা।’

    রবিবার ভোর চারটের সময় হিমাচল প্রদেশের মাণ্ডি শহরের কাছে চণ্ডীগড়-মানালি হাইওয়েতে একটি পর্যটক বাস উল্টে যায়। জানা গিয়েছে, বাসটি কুল্লু থেকে মানালির দিকে যাচ্ছিল। সূত্রের খবর, চালক ও কন্ডাক্টর সহ মোট ৩১ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আইপিএলে আজ জোড়া ম্যাচ উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। রবিরার দুপুরে সাড়ে ৩টের সময় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। রাজস্থানের ঘরের মাঠেই এই খেলা হবে। এরপর সন্ধ্যে সাড়ে ৭টার সময় রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। দুটো খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে। তবে আজকের ম্যাচে শেষ পর্যন্ত কোন দুটি দল জয়ের হাসি হাসবে তা এখন সময়ের অপেক্ষা।

    মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতিতে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় রাতভর টহলদারি চালিয়েছে আধা সেনা। জরুরি ভিত্তিতে প্রস্তুত করে রাখা হচ্ছে পুলিশ ও আধা সেনার যৌথ বাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে গিয়ে কথা বলছেন আধা সেনার জওয়ানরা। রবিবার সকাল থেকেও বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করছে আধা সেনা।

  • Link to this news (এই সময়)