• হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু, মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হল। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে সামশেরগঞ্জ এবং সুতির বেশ কিছু অংশে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শনিবার সড়কপথে মুর্শিদাবাদে এসে পৌঁছন। জেলায় পৌঁছে তিনি পুলিশের সমস্ত শীর্ষ কর্তাদের কাছ থেকে একদফা 'ব্রিফ' নিয়ে তাঁদের একাধিক নির্দেশ দিয়েছেন। 

    রাজ্য পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার পরিস্থতি। এলাকায় অশান্তি ছড়ানো, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ অন্যান্য বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শতাধিক দুষ্কৃতী। 

    শুক্রবার থেকে এই পর্যন্ত দফায় দফায় অশান্তি, সংঘর্ষের জেরে মুর্শিদাবাদে মোট তিনজনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সামশেরগঞ্জের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান সহ সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম আজ এলাকায় সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য ছোট একটি মিছিলের আয়োজন করেন। অভিযোগ উঠেছে সেই সময়ে বহিরাগত কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালানোর চেষ্টা করে। যদিও পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে গোটা ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 
  • Link to this news (আজকাল)