• ধেয়ে আসছে কালবৈশাখী, টানা সাতদিন বাংলায় চলবে তাণ্ডব, নববর্ষেও তুমুল দুর্যোগ! আবহাওয়ার বিরাট অ্যালার্ট ...
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টানা সাতদিন। কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত ও তুমুল বৃষ্টির কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। চৈত্রের শেষলগ্ন থেকে বৈশাখের শুরুতে খানিকটা স্বস্তির আবহাওয়াই বজায় থাকবে জেলায় জেলায়। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কিন্তু কালবৈশাখীর দাপটে চড়া রোদের তেজ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। 

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন, অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য জারি রয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে কমলা সতর্কতা এবং কলকাতা সহ বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 

    আগামিকাল, সোমবার এবং বুধবার আবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির এবং বজ্রপাতের হলুদ সর্তকতা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত একটানা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এখানে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। রবিবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)