শিশুকন্যাকে খুন করে পুঁতে দিল এক নাবালক, চাঞ্চল্য হাসনাবাদে, গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছ'বছরের শিশুকন্যাকে খুন করে পুঁতে দিল এক নাবালক। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। ইতিমধ্যেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করেছে পুলিস। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার রামেশ্বরপুরের মনোহরপুর গ্রামে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম সায়মা খাতুন(৬)। সে প্রথম শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, গতকাল, শনিবার পিসির বাড়ি যাওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায় তার পিসতুতো দাদা। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি সায়মার। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও হদিশ মেলেনি তার। তখনই সন্দেহবশত ওই পিসতুতো দাদার কাছে যায় সায়মার অভিভাবকরা। তাকে সায়মার বিষয়ে জিজ্ঞাসা করে। কোনও সদুত্তর না পেয়ে তার বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই শিশুকন্যার পরিবারের সদস্যরা। তার ভিত্তিতেই ওই নাবালককে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। জেরায় সায়মাকে খুনের কথা স্বীকার করে নেয় সে। অভিযুক্ত পুলিসকে জানায়, বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বোনকে খুন করে বাড়ির পিছনে পুঁতে দেয়েছে সে। সব শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিস শিশুকন্যার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। খুনের ঘটনার পুনঃনির্মাণও করেছে তদন্তকারীরা।