• তীব্র গরমে নাজেহাল শহরবাসী, ঝড়-বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? জানুন আজকের আবহাওয়ার হাল
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র গরমে নাজেহাল আমজনতা। চড়ছে তাপমাত্রার পারদ। ঝড়-বৃষ্টির দেখা নেই। তবে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় গতকাল, শনিবার গভীর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হয়েছে আজ, রবিবার ভোর পর্যন্ত। সেই কারণে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কমেছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। যদিও দক্ষিণবঙ্গে গরম বাড়ছে। দেখা নেই বৃষ্টির। গতকাল, শনিবার সন্ধ্যায় কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আজ, রবিবার থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই কিছুটা স্বস্তি মিলতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।  
  • Link to this news (বর্তমান)