অনুমতি নেই, গান্ধী মূর্তির পাদদেশ থেকে চাকরিহারাদের অবস্থান তুলে দিল পুলিশ
হিন্দুস্তান টাইমস | ১৩ এপ্রিল ২০২৫
শনিবার শহীদ মিনারে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। তবে সন্ধ্যা হতেই সেই অবস্থান উঠিয়ে দিল পুলিশ। পরে আবার চাকরিহারা প্রার্থীরা ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেন। সেখান থেকেই আপাতত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান তাঁরা। এদিকে, এসএসসি ভবনের সামনে এখনও অনশন চলছে চাকরিহারাদের। এই অনশনের সঙ্গে যুক্তরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ১৩ জন চাকরিহারা প্রার্থী। সেই বৈঠকের পর শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও নিজেদের মধ্যে আলোচনা করে চাকরিহারা প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে মতো শনিবার সকালে তাঁরা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন। চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের ১৩ জন সেখানে অবস্থানে বসেন। দিনভর চলে অবস্থান। সন্ধ্যা ৬টার পর পুলিশ সেখানে গিয়ে তাঁদের উঠিয়ে দেয়। তবে সেখান থেকে উঠে গেলেও নিজেদের দাবি থেকে সরে যাননি চাকরিহারা প্রার্থীরা। তাঁরা পরে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গান্ধী মূর্তির পাদদেশে সন্ধ্যা ৬টার পর থাকতে গেলে বিশেষ অনুমতি প্রয়োজন। সেই অনুমতি ওই প্রার্থীদের কাছে ছিল না। তাছাড়া আদালতের নির্দেশে আরও দুটি সংগঠন রবিবার থেকে সেখানে অবস্থানে বসবে। এই কারণ দেখিয়ে পুলিশ তাঁদের সেখান উঠে যাওয়ার জন্য অনুরোধ করে। সেই অনুরোধ মেনে সেখান থেকে সরে যান চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা।
চাকরিহারাদার সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকে নড়বেন না। প্রসঙ্গত, তাঁদের দাবি, যোগ্য ও অযোগ্যদের তালিকা এবং ২২ লক্ষের ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েব সাইটে প্রকাশ করতে হবে। না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান চালিয়ে যাবেন। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিন জন চাকরিহারা প্রার্থী। তবে ব্রাত্য দাবি করেছেন, এই অনশনকারীরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।
আপাতত ওয়াই চ্যানেলে বসেই আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করছেন চাকরিহারারা। অন্যদিকে, আগামী ১৬ এপ্রিল দিল্লির যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভ শুরু করবেন ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী।